নেত্রকোনা জেলা সদর থেকে ২৮ কিলোমিটার, মদন উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার, এবং কেন্দুয়া সদর উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
মাধ্যম: একাধিক প্রবেশদ্বার রয়েছে এখানে আসার তথাপি:
১. নেত্রকোনা সদর হতে সিএনজি বা বাস যোগে বটতলা বাজার ২৪ কিলোমিটার আসতে হবে, তারপর ৪ কিলোমিটার অটো বা রিক্সা যোগে জাওলা বাজার হয়ে খাগুরিয়া গ্রামে ইউনিয়ন পরিষদে আসা যায়।
২. মদন সদর হতে বটতলা বাজার ৮ কিলোমিটার এরপর ৪ কিলোমিটার রিক্সা বা অটো যুগে জাওলা বাজার হয়ে খাগুরিয়া গ্রামে ইউনিয়ন পরিষদে আসা যায়। কিংবা কাইটাইল বাজার হয়েও আসা যায়।
৩. কেন্দুয়া সদর হতে বাড়রী বাজার ৭ কিলোমিটার অটো বা সিএনজি যুগে এসে তারপর আবার রিক্সা বা অটো দিয়ে ২ কিলোমিটার খাগুড়িয়া গ্রামে ইউনিয়ন পরিষদে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস