ভাটি বাংলা নেত্রকোনা জেলার মদন উপজেলার প্রবেশদ্বার কাইটাইল ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদটি ১ নং ওয়ার্ড খাগুরিয়া গ্রামে অবস্থিত। এর উত্তর দিকে অবস্থিত আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন, দক্ষিণে নায়েকপুর ইউনিয়ন, পশ্চিমে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়ন এবং কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এবং পূর্ব দিকে চানঁগাও ইউনিয়ন অবস্থিত। এখানে রয়েছে ধলিবন হাওর, গণেশ হাওর, পাতুন্না হাওর,বয়রালা নদী, ধলাই নদী এছাড়া ছোট হাওর, খাল, বিল রয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এছাড়াও মাজার, মসজিদ, মন্দির ইত্যাদি রয়েছে।
আয়তন: ৩৬.১৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা: ২৩৩৯৫ জন।
মোট গ্রাম: ১৭টি।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ৩ টি
প্রাথমিক বিদ্যালয়: ১৪ টি
শিক্ষার হার: ৩২.৮%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস